স্টাফ রিপোর্টার: বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরা সি বি হাসপাতালে ফ্রি ডায়াবেটিস চেকআপ ও ব্লাড গ্রপিং ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় সি বি হাসপাতাল প্রাঙ্গণে ডায়াবেটিস চেকআপ ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিছুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ডা. অলোক কুমার ঘোষ, পরিচালক (মেডিকেল) ডা. আব্দুর রহিম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. মাহবুবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪শ ৩১ জন ব্লাড গ্রপিং ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সকালে সি বি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি হাসপাতাল থেকে বের হয়ে সদর হাসপাতাল ঘুরে আবার সি বি হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।