নভেম্বর ১৪, ২০১৮
সিডরের ১১ বছর: পদ্মা সাগর আর তুফান পথ চেয়ে থাকে এখনও-স্বজনহারাদের চোখের জল যে শুকায় না
ডেস্ক রিপোর্ট: ১৫ নভেম্বরের দানব সিডরের প্রলয়ংকরী তান্ডবের পর স্বজনদের প্রতীক্ষার যেনো শেষ নেই। তাদের চোখের জলও যে আর শুকায় না। সিডরের নির্মম বলি সাতক্ষীরা শহরের কুখরালির জেলেপাড়ার কিনা বৈদ্যের স্ত্রী পদ্মা রাণী আর তার দুই সন্তান সাগর ও তুফান এখনও অপেক্ষায় থাকে কখন ফিরবে সাগরে যাওয়া তাদের আপন মানুষটি। ২০০৭ এর সেই ভয়াল থাবার পর থেকে এভাবেই কাটছে বছরের পর বছর। আর প্রাণ নিয়ে ফিরে আসা সাতক্ষীরার সেই সব জেলে আজও শিউরে ওঠেন সাগর জলে তিন দিন ভাসমান থেকে জীবন রক্ষার স্মৃতি রোমন্থনে । 9,016,210 total views, 739 views today |
|
|
|