বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত চতুর্থ পর্বের সমাপনী পরীক্ষায় দেশের সেরা নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রতন মাখাল।
সে সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৯৬ পেয়ে দেশের সেরা শিক্ষার্থী হওয়ার সাফল্য লাভ করেছে।
এই কৃতিত্বের জন্য মঙ্গলবার পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সদস্য ইয়াকুব আলী, সফিকুল আলম ও উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ। এসময় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক খালিদ হোসেন, বিভাগীয় প্রধানদের মধ্যে সমীর কুমার ঘোষ, দেব দাস মাঝি, দেব কুমার মন্ডল, নার্গিস খানম, তৌহিদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
সিজিপিএ ৩.৯৬ পেয়ে দেশ সেরা হলো নবজীবন পলিটেকনিকের রতন মাখাল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/