নভেম্বর ১৪, ২০১৮
সাবেক দু’সিনিয়র সহকারি জজের স্মরণসভা
![]() সাবেক সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম হোসনে আরা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) কেরামত আলী, যুগ্ম জেলা জজ মোখলেছুর রহমান ও ফারুক ইকবাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ও ইয়াছমিন নাহার, সহকারি জজ সাবরিনা চৌধুরী, মেহেদী হাসান মোবারক মুনিম, আনোয়ারুল ইসলাম, রুমানা আফরোজ। অনুষ্ঠানে আলোচনা সভা ও প্রয়াত বিচারকবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি 9,098,405 total views, 2,544 views today |
|
|
|