গাজী আসাদ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমানের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বেলা ১২টায় শিক্ষক পর্ষদ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য প্রফেসর আমনউল্লাহ আল হাদি, প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর আবুল হাশেম, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আল মুস্তানসির বিল্লাহ, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, প্রাণি বিদ্যা কিভাগের সহকারি অধ্যাপক অলিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পর্ষদ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান প্রমুখ।
সভায় মাউশি ডিজির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান গত শনিবার (৩ নভেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।