গণফোরাম সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন গণফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, সহ-সভাপতি আজিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন মধু, মহিলা গণফোরামের সদস্য সচিব নাজমা বেগম, গণফোরাম নেতা মনিরুল ইসলাম, মো. আলম, আছাদুল ইসলাম, জাহান আলী, আজাদুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় আজিজুর রহমানকে আহবায়ক ও পৌল শাহাকে সদস্য সচিব করে পৌর গণফোরাম এবং জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক ও মো. আলমকে সদস্য সচিব করে সাতক্ষীরা সদর উপজেলা গণফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি