নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে পৌর ওয়ার্ড নির্বাচন সমন্বয় কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি গঠনের নিন্দা জানানো হয়। তিনি জানান, শেখ নাসেরুল হক নামে এক ব্যক্তির উদ্যোগে একসভায় এ কমিটি গঠন করা হয়েছে। যার আহবায়ক নাসেরুল হক ও যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম। অথচ ২৬ অক্টোবর কেন্দ্রীয় নির্দেশনা চিঠি অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। সে মোতাবেক পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হবে। যাঁরা কেন্দ্রের এই নির্দেশনা অমান্য করে ইচ্ছা মাফিক সভা ডেকে পৌর আওয়ামী লীগের নেতৃত্বকে পাশ অসৎ উদ্দেশ্যে সংসদ নির্বাচনের পূর্বে দলের ভিতর বিভেদ সৃষ্টি এবং গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম, পরিচালা চেষ্টা চালাচ্ছেন। তাদের এ সকল কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ জানানো হয়। শেখ নাসেরুল হকের নেতৃত্বে যে বিভ্রান্তিকর কমিটি গঠন করা হয়েছে তার সাথে পৌর আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। এই ধরনের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। বক্তব্যের সাথে এক ঐক্যমত পোষণ করে স্বাক্ষর করেছেন পৌর ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সেলিম, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আছাদউজ্জামান, ৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাফিনুর আলী, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক কোরবান আলী, মুজিবর রহমান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসানুর জামান, ৬নং ওয়ার্ডের সভাপতি নারায়ন মন্ডল। (প্রেস বিজ্ঞপ্তি)
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বিবৃতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/