Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস এম নাহিদ হাসান: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় তিনি এই ভবন উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাককিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. সালাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি মন্ত্রণালয়ের আওতায় ৫৬টি জেলায় মোট ৩শ’২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ও ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৭শ ৫৮টাকা (জমির মূল্যসহ ৯ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা) ব্যয়ে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের তিনতলার নির্মাণ কাজ শেষ হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version