Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি-সম্পাদকসহ আটক ৪, অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক: সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন মামুন ও সেক্রেটারি নুরুল আমিনসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) গভীর রাতে জেলার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের জনৈক লিয়াকতের বাড়িতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
আটক অন্য দু’জন হলেন, কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে শিবির কর্মী বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার জানান, কলারোয়ায় শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বৈঠক থেকে জেলা শিবিরের সভাপতি-সম্পাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও জিহাদী বই উদ্ধার হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version