সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) বিকালে কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকারী সভাপতি গোলাম রসুল রাসেল, সহ-সভাপতি আবেদার রহমান, আরমান হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক বাবলু হাসান, ভূমিহীন নেতা আব্দুল আলীম, এসএম জাহাঙ্গীর আলম, মোছাক সরদার, মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আশাশুনি সদর উপজেলার সামনে আমিরুল ইসলামের স্ত্রী ভূমিহীন নেত্রী মারুফা খাতুনকে মারপিট করে তার বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করে জমি গ্রাস করার পাঁয়তারা করছে প্রতিবেশী নব্য আওয়ামী লীগ হাশেম ঢালী। ইতিপূর্বে দখলবাজ হাশেম ঢালী মারুফা খাতুনকে কয়েকবার বেধড়ক মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া সাংগঠনিক বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহবান জানান নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলায় হাজার হাজার বিঘা খাস জমি আছে। যে গুলো ভূমিদস্যুরা দখল করে রেখেছে। জমিগুলো তাদের থেকে দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার জন্য নবাগত জেলা প্রশাসকের কাছে আহবান জানান ভূমিহীন নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)