Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা

All-focus

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের এ জরুরি সভা হয়। জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। বক্তব্য জেলা কৃষকলীগের সহ সভাপতি অ্যাডভোকেট নওশের আলী, নূর মুহাম্মদ লালটু, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক প্রদুৎ কুমার বিশ^াস, প্রচার সম্পাদক মনোজ কুমার দে। উক্ত জরুরি সভায় দপ্তর সম্পাদক আতিয়ার রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে যে পত্র প্রেরণ করা হয়েছিল তার প্রতিউত্তর না পাওয়ায় তাকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এর বিরুদ্ধে ভিজিএফ এর চাউল আত্মসাৎ কে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলার অভিযোগ উত্থাপিত হয় ও পরিশেষে ফৌজাদারি মামলা রুজু হওয়ায় জেলা কৃষকলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে ১৫ দিনের মধ্যে তার নিজের পক্ষে সমার্থন যোগ্য কাগজপত্র প্রদান করার জন্য পত্র প্রদানে সিন্ধান্ত গৃহিত হয়। জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে প্রদর্শিত কারণ সন্তোষ জনক বিবেচনায়। ইতিপূর্বে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ভবিষ্যতের জন্য সতর্ক করে অভিযোগের দায় হতে অব্যহতি প্রদানের সিন্ধান্ত গৃহিত হয়। শেখ ইয়াকুব আলী মৃত্যু বরণ করায় সাতক্ষীরা পৌসভার সভাপতি শামছুজ্জামান জুয়েলকে উক্ত পদে পদায়ন করা হয়। বিবিধ আলোচনায়, তালা-কলারোয়া হইতে দীর্ঘদিন আওয়ামী পরিবারের সদস্য জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ^জিৎ সাধুকে সৎ ও যোগ্যতার ভিত্তিতে তালা- কলারোয়া হইতে মনোনয়ন প্রদানের জন্য জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version