Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ৪টি আসনে ১৯জনের মনোনয়নপত্র সংগ্রহ

ফাহাদ হোসেন: তফসিল ঘোষণার পর গত ১২ দিনে সাতক্ষীরার চারটি নির্বাচনী এলাকা থেকে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে মঙ্গলবার (২০ নভেম্বর) পর্যন্ত ১০টি দলের পক্ষে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদের মধ্যে সাতক্ষীরা-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী কলারোয়ার ফয়জুল্লাপুর গ্রামের ইউসুফ আলী সানার ছেলে মো. ইজ্জত উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষে তালা উপজেলার পারকুমিরা গ্রামের শেখ সুলতান আহমেদের ছেলে শেখ ওবায়েদুস সুলতান, ওয়ার্কার্স পার্টির পক্ষে সাতক্ষীরা সদরের পলাশপোল পালিত বাগান গ্রামের এমএ আজিজের ছেলে মুস্তফা লুৎফুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তালার শ্রীমন্তকাটি গ্রামের এফএম আছাদুল হক।
সাতক্ষীরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মো. আব্দুল খালেক ও দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সদর উপজেলার পরানদহা গ্রামের আব্দুল ওহাবের ছেলে মুফতি রবিউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের জুলফিকার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাতক্ষীরা-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত আ. লতিফ সরদারের ছেলে মুহা. রবিউল বাসার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের ইছাক আলী সরদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাতক্ষীরা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের খলিলুর রহমান ও শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের জয়দেব বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্যামনগর উপজেলার খলিসাবুনিয়া গ্রামের জিএম শফিউল আযম লেলিন, জাতীয় পার্টির পক্ষে কালিগঞ্জ উপজেলার বন্দকাঠী গ্রামের আব্দুস সাত্তার মোড়ল, বিকল্প ধারার পক্ষে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের এইচএম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কালিগঞ্জ উপজেলার গান্দুনিয়া গ্রামের আব্দুল করিম, ২০ দলীয় জোটের পক্ষে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের জিএম নজরুল ইসলাম, বিএনপির পক্ষে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল জলীল ও কালিগঞ্জ উপজেলার কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, সংশোধনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। চারটি আসনে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো কেউ মনোনয়নপত্র জমা দেননি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version