আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাম জোটের দলীয় মনোনীত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি বামদলের প্রার্থীরাও নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা করছেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও তফশীল ঘোষণা হলে বাম জোট জোরেসোরে প্রচারে নামবে বলে আশা করা হচ্ছে।
বাম ঐক্যজোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ৪ জন প্রার্থী মাঠে আছেন। এর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ২ জন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ১ জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১ জন প্রার্থী রয়েছেন।
এদের মধ্যে সাতক্ষীরা-২ আসনে বাসদের নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ আংশিক-শ্যামনগর) আসনে ইশারাত আলী, সাতক্ষীরা-১ (তালাÑকলারোয়া) আসনে ইউনাইটেড কমিউনিস্ট লীগের আব্দুল আজীজ ও সাতক্ষীরা-৩ আসনে (দেবহাটা, আশাশুনি- কালিগঞ্জ আংশিক) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এটিএম রইফ উদ্দীন সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরার ৪টি আসনে বাম জোটের সম্ভাব্য প্রার্থী নিত্যানন্দ, ইশারত, আব্দুল আজিজ ও রউফ উদ্দীন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/