Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ৩টি আসনে ধানের শীষ প্রতীকে অংশ নেবে জামায়াত, ১টিতে বিএনপির প্রার্থী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারটি আসনের মধ্যে সদ্য নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের জন্য তিনটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ছেড়ে দেওয়া এসব আসনে ধানের শীষ প্রতীক নিয়েই অংশ নেবে জামায়াতের প্রার্থীরা। ছেড়ে দেওয়া আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা মনোনয়নপত্র মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জামায়াতের প্রার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া সাতক্ষীরা-২ আসনে জামায়াতের খুলনা বিভাগীয় পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাসার ও সাতক্ষীরা-৪ আসনে জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইতে কেউ বাদ না পড়লে তারাই হচ্ছেন ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী।
প্রসঙ্গত, সারাদেশে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের ২৫জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। এরই মধ্যে সাতক্ষীরার তিনটি আসন তারা পেয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version