ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৪ নভেম্বর) ব্যাংক চত্বরে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার শেখ আবুল ফারাহ, ঠিকাদার শেখ আব্দুল মান্নান প্রমুখ। এসময় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।