নভেম্বর ২৯, ২০১৮
সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে: এমপি রুহুল হক
![]() এমএ মামুন, দেবহাটা (সদর): সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। আর এই উন্নয়নের সুবিধা ভোগ করছে গরীব ও সাধারণ মানুষ। এ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। যাদের ঘর নেই তাদের পাকাঘর তৈরি করে দিয়েছে। বেকারদের জন্য ন্যাশনাল সার্ভিসসহ কারিগরি শিক্ষার মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভিক্ষুকদের জন্য প্রকল্প নিয়ে পুনর্বাসন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, বয়স্কভাতাসহ অসংখ্য ভাতাভোগীর ভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে সরকার। দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দেবহাটার গাজীরহাট বাজারস্থ নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন । 9,173,012 total views, 82 views today |
|
|
|