ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর বকচারায় সম্পত্তি দখলের উদ্দেশ্য হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে সাতক্ষীরা সদর থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) বকচারা গ্রামের পূর্বপাড়ার মৃত বজলুর রহমানের স্ত্রী রেহানা খাতুন সদর থানায় এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে একই এলাকার আলালউদ্দিন বিশ্বাসের ছেলে ফজলুর রহমান (৫০), মৃত শাহাজউদ্দীন গাজির ছেলে আমজেদ গাইন (৫০), মোসলেম আলীর ছেলে মন্টু, মিন্টু গাইনের ছেলে সাকিব (২৫)সহ অজ্ঞাত কয়েকজন পারিবারিক জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালায়। এতে তার দুই ছেলে রাজু আহম্মেদ (২৮) ও রানা (২৬) এবং পুত্রবধূ সীমা খাতুন আহত হয়। পরবর্তীতে তারা খুনের হুমকি দিয়ে চলে যায়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।