নভেম্বর ২৪, ২০১৮
সংবাদ সম্মেলনে ধর্ষণের পর হত্যার অভিযোগ: বায়ারদের সঙ্গে থাকতে স্ত্রীকে বাধ্য করতো চিনা দুতাবাস কর্মী মিকাইল
ডেস্ক রিপোর্ট: “চিনা দূতাবাসকর্মী সাতক্ষীরার মিকাইল ও তার দুই তিনজন বিদেশি সহকর্মী ঢাকায় আমার নাতনি জুলিয়াকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনা ধামাচাপা দিতে জুলিয়ার স্বামী মিকাইল ও তার সাঙ্গপাঙ্গরা ঢাকার উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানকে মোটা টাকা ঘুষ দিয়ে আলামত গায়েব করে অপমৃত্যুর মামলা করেছে। এরপরও ঘাতক মিকাইল পাঁচ লাখ টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে আমাদের ওপর চাপ দিচ্ছে। না হলে আরও বিপদ হবে বলে হুমকি দিয়েছে সে।” শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত জুলিয়ার নানী খালেদা খাতুন এভাবেই তার নাতনিকে হত্যার বিষয়টি তুলে ধরেন। 8,807,617 total views, 13,862 views today |
|
|
|