ডেস্ক রিপোর্ট: শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি।
মঙ্গলবার (০৬ নভেম্বর) রাতে তিনি পুরাতন সাতক্ষীরা কালী মন্দির, মুনশিপাড়া শ্যাম সুন্দর মন্দির, পৌরসভার পিছনে অবস্থিত হরিজন পল্লী পূজাম-প, ধোপা পুকুর পূজা মন্দির ও মেহেদীবাগ পূজা মন্দিরে শ্যামা কালী পূজা ও দীপাবলি উৎসব পরিদর্শন করেন। এসময় এমপি রবি বলেন, ‘পৃথিবী জুড়ে দিন দিন বাড়ছে দুষ্ট চক্র। সমাজে অশান্তি ও অরাজকতা বাড়ানোই ওই চক্রের মূল কাজ। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। তাই কালীর আশির্বাদ পুষ্ট হয়ে জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে। এটি কালী পূজার প্রধান মহাত্ম।’ এসময় এমপি রবি হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, গোষ্ঠ বিহারী মন্ডল, শ্যাম সুন্দর মন্দিরের পরম পুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাদ, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, সহ-সভাপতি নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, হরিজন পল্লী পূজা মন্দিরের উপদেষ্টা বাবুলাল ডোম, সভাপতি রতন হালদার, সাধারণ সম্পাদক জঙ্গিলাল, জীবন কুমার, দুলাল লালসহ দলীয় নেতা কর্মী হিন্দু সম্প্রদায়ের ভক্তকুল উপস্থিত ছিলেন।
শ্যামা কালী পূজায় মন্দির পরিদর্শনে এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/