Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বিকল্পধারার সমাবেশ বৃহস্পতিবার, থাকবেন বি চৌধুরী

এস.এম নাহিদ হাসান: আগামীকাল বৃহস্পতিবার শ্যামনগরের বাস টার্মিনাল চত্বরে বিকল্পধারার সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ.কিউ.এম বদরুদ্দোজ্জা চৌধুরী।
এছাড়া সমাবেশে বিকল্পধারার মহাসচিব ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান, বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, বি.এল.ডি.পি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল-আজাদ, বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শমসের মবিন চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ’র যুগ্ম মহা-সচিব মাহি বি. চৌধুরী, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গনীর অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা সুপ্রভাত সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সমাবেশ উপলক্ষ্যে শ্যামনগর-কালিগঞ্জে মাইকিং ও পোস্টারিং করা হয়েছে দলটির পক্ষ থেকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version