Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে প্রান্তিক কৃষাণীদের সবজি চাষ প্রশিক্ষণও বীজ বিতরণ

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর প্রতিনিধি: বেসরকারি সংস্থা দলিতের আয়োজনে প্রান্তিক নারী কৃষক সদস্যদের মাঝে শীতকালীন সবজি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। ২ দিনের প্রশিক্ষণে এক এক ব্যাচে ২০ জন নারী সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। এভাবে ৬ দিনে ৬০ জনের প্রশিক্ষণ ১২ নভেম্বর শেষ হয়েছে। দলিতের শ্যামনগর কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে দলিতের প্রকল্প ব্যবস্থাপক জোসেফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিটরিং কর্মকর্তা কমল কান্ত রায়, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, শ্যামনগর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।
প্রধান অতিথি কৃষি কর্মকর্তা প্রশিক্ষকদের বলেন, কৃষি বিষয়ক আপনারা কোন সমস্যায় পড়লে আমাকে ফোন দিবেন। আমি নিজ অথবা আমার অফিস থেকে লোক গিয়ে তাৎক্ষনিক আপনাদের সমস্যার সমাধান করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version