রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাঁতীলীগের উদ্যোগে শ্যামনগরে আনন্দ মিছিল করা হয়। মিছিলে অংশ নেন স ম আব্দুস সাত্তার, কুমুদ রঞ্জন গাইন, খালেদা আয়ুব ডলি, শেখ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদুজ্জামান, তাঁতীলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সহ-সভাপতি খাইরুল আলম বাদশা, যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হাসান, ইশ্বরীপুর ইউপি সদস্য ও ইউনিয়ান তাঁতীলীগ সভাপতি রাশিদুল ইসলাম, রমজানগর সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, ভূরুলিয়া ইউনিয়ান সভাপতি আবুল হোসেন সাঈদ, কাশিমাড়ি সভাপতি হাফিজুর রহান, পদ্মপুকুর সভাপতি শাহানুর আলম বাবু, সাধারণ সম্পাদক অয়েজকুরুনী মিন্টু, সাইফুল ইসলাম জীবন, জামাত আলী, আব্দুল গফ্ফার প্রমুখ।
8,952,951 total views, 8,701 views today