Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কমিউনিটি অ্যাকশন ডে

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রকল্পের উদ্যোগে সুশীলনের বাস্তবায়নে ও ভিএসওর সহযোগিতায় শ্যামনগরের ভুরুলিয়ার হাটছালায় কমিউনিটি একশন ডে (সিএডি) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার ভুরুলিয়া হাটছালা একতা যুবসংঘের আয়োজনে মাদক বিরোধী সমাজ গঠনের জন্য মাদকাসক্তি দূরীকরণে সামাজিক দায়-দায়িত্ব সম্পর্কীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন ভিএসওর প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন, সুশীলনের উপ- পরিচালক শাহিনা পারভীন এ্যানী, ভিএসও দক্ষিণাঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর কাগুচী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ভিএসও ভলান্টিয়ার সাদেকুল ইসলাম, লেবু চন্দ্র রায়, আন্দ্রিয়ার মূর্মু, রোজিনা খাতুন, কৌশিক হেমব্রম এবং এনসিএস ফোর্থ সাইকেল টিম লিডার দিলরুবা নাসরিন অনন্যা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version