শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উন্নয়নের অগ্রযাত্রায় এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্বের প্রত্যয়ে স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংবাদ কর্মীদের সাথে এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহযোগিতায় অক্সফার্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলন গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে সুশীলনের সভাপতি ও নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জির সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান। এসময় তিনি বলেন, ইতোমধ্যে এসডিজির অগ্রগতি মূল্যায়ন করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় এসডিজি ট্রাকার নামে একটি টুলস্ ব্যবহারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে এসডিজি বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা ফারুখ হোসাইন সাগর, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিছুর রহমান মল্লিক, বিআরডিবি কর্মকর্তা এসএমএ সোহেল, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বে-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। এসডিজি সম্পর্কে সরকারি কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। টেকসই উন্নয়ন তরান্বিত করতে পরিকল্পনা প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন, কাজের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
এর আগে সিনিয়র রিসার্স অ্যাসোসিয়েট মোস্তফা আমীর সাব্বিহ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফায়া একরাম প্রকল্প বিষয়ে আলোকপাত করেন।
শ্যামনগরে এসডিজি বিষয়ক কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/