Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের ইউএনওকে নবগঠিত এনজিও সমন্বয় পরিষদের শুভেচ্ছা

dav

শ্যামনগর প্রতিনিধি: নবগঠিত শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও এনজিও সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সহ-সভাপতি এসকে সিরাজ, মো. আনিছুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানসহ অন্যান্য সাংবাদিকদের শুভেচ্ছা জানান।
এ সময় নবগঠিত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ফ্রেন্ডশিপের জেলা সমন্বয়কারী আখতারুজ্জামান শিকদার, সহ-সভাপতি এনজিএফ এর পরিচালক (ক্ষুদ্রঋণ) আলমগীর কবীর, সহ-সভাপতি নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, সাধারণ সম্পাদক বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, কার্যকরী সদস্য সুশীলনের ডিআরআর অফিসার রবিউল ইসলাম, বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version