শ্যামনগর প্রতিনিধি: নবগঠিত শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও এনজিও সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সহ-সভাপতি এসকে সিরাজ, মো. আনিছুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানসহ অন্যান্য সাংবাদিকদের শুভেচ্ছা জানান।
এ সময় নবগঠিত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ফ্রেন্ডশিপের জেলা সমন্বয়কারী আখতারুজ্জামান শিকদার, সহ-সভাপতি এনজিএফ এর পরিচালক (ক্ষুদ্রঋণ) আলমগীর কবীর, সহ-সভাপতি নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, সাধারণ সম্পাদক বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, কার্যকরী সদস্য সুশীলনের ডিআরআর অফিসার রবিউল ইসলাম, বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামনগরের ইউএনওকে নবগঠিত এনজিও সমন্বয় পরিষদের শুভেচ্ছা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/