Site icon suprovatsatkhira.com

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আনন্দ মিছিল

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদেও বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ।
রোববার (১১ নভেম্বর) সকালে উপজেলা ফুলতলা মোড় থেকে এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সভায় উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল রহিম, সাংগঠনিক সম্পাদক দেবব্রত মিস্ত্রী, গোলাম রহমান, প্রভাষক অলিউর রহমান, কর্মচারি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
স্বাধীনতা শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ আনিছুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী, রামগনর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কুশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শশাংক ঘোষ, কালিগঞ্জ উপজেলা বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল বাশারসহ উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version