এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ: চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন ৬নং ওর্য়াডের খাগড়াঘাট গ্রামের নুর ইসলামের ছেলে তামিম ইকবাল ও সাদেক হোসেনের মেয়ে সাদিয়া খাতুন। শনিবার (১৭ নভেম্বর) সকালে তাদের চিকিৎসার সর্বশেষ খবর জানতে ছুটে যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন সিডিও এর সাধারণ সম্পাদক ও এসিপি মিডিয়া টিভির চেয়ারম্যান মো. আবু ইসহাক হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন, এসিপি মিডিয়া টিভির ভাইস চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয় সিডিও’র সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রবিউল ইসলাম রুবেল, আশরাফুল আলম শিমুল, আবু রায়হান, জুলফিকর রহমান প্রমুখ।
এ সময় তারা যুবকদের সংঘটিত করে শিশু তামিম ইকবাল ও সাদিয়া খাতুনের চিকিৎসায় সহযোগিতার এগিয়ে আসার ব্যাপারে পরিবার দুটিকে আশ্বস্ত করেন।