Site icon suprovatsatkhira.com

শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়: এমপি নূরুল হক

বাবুল আক্তার, পাইকগাছা: খুলনা-৬ (পাইকগাছা কয়রা) আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ নূরুল হক বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়। এ জন্য শিক্ষা বান্ধব শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ নিয়েছেন। বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার ফলে এক দিকে যেমন পাশের হার বেড়েছে, অপর দিকে শিক্ষার মান উন্নয়নসহ দেশের তৃর্ণমূল পর্যায়ের জনগোষ্ঠী উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। এমপি হক আরো বলেন, শিক্ষাসহ উন্নত দেশ গঠনের জন্য শেখ হাসিনার মত দক্ষ প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার জন্য খুবই প্রয়োজন। এ জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার সকালে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। জাতীয় পার্টি সরকারের উন্নয়নের অংশীদার। জাপা উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সহকারি প্রকৌশলী নাফিস আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা জাপার যুগ্ম-সম্পাদক শাহজাহান আলী সাজু ও জিএম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, প্রধান শিক্ষক বদিউজ্জামান, ইসতিয়ার রহমান শুভ, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, গোলাম রব্বানী, নির্মল ঢালী, অধ্যাপক সুধাংশু মন্ডল, আজিজুল হক আকু, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, জগদীশ রায়, সরদার জালাল উদ্দীন, মাহফুজুল হক কিনু, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু ও পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version