Site icon suprovatsatkhira.com

শতভাগ বিদ্যুতায়ন: এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র প্রচেষ্টায় আলোকিত হলো তালার প্রত্যন্ত অঞ্চল

এস.এম নাহিদ হাসান: জেলার তালা উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। উপজেলার ১২টি ইউনিয়নে ১৫৮ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার ৪৬৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় আনা হয়েছে। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর একান্ত প্রচেষ্টায় তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত দোহার, বালিয়া, শাহজাতপুর, মাগুরা, ধানদিয়ার কাটাখালি, জেলে পাড়া, খেশরা, কানাইদিয়া, জালালপুর, রাঘবকাটি, চোমরখালি, মশিয়াডাঙ্গা, পাঁচপাড়া, ফুলবাড়ি, সেনেরগাতি, খলিশখালির দুধলির চর, আমতলা ডাঙ্গা, মেসের ডাঙ্গা, হরিণ খোলা, গোয়াল পোতা, গড়ের ডাঙ্গা, তেরছি, আড়ং পাড়া, কলাপুতা নগরঘাটা, আটারইসহ ২২২টি গ্রামে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, তালা উপজেলার ১২টি ইউনিয়নের ২২২টি গ্রামে ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে ৬৬ হাজার ৩০টি সংযোগ দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উপজেলায় ৮০৯০টি গ্রাহক সংযোগ দেওয়া হয়। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত গ্রাহক পর্যায়ে নতুন আরও ৩৪ হাজার ২৮১টি সংযোগ দেওয়া হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার গ্রাহক পর্যায়ে ১০ হাজার ৫০৬টি সংযোগ দেওয়া হয়। আর ২০১৮-১৯ অর্থ বছরে ১৩ হাজার গ্রাহক সংযোগ পেয়েছে।
এদিকে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলাব্যাপী শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে উল্লিখিত সময়ে ১ হাজার ২৭৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে।
উপজেলার মুড়াগাছা গ্রামের নুরুননাহার বলেন, মেইন রোডের পাশে বসতবাড়ি হওয়ায় পরেও আমরা এই দীর্ঘসময় বিদ্যুৎ বঞ্চিত ছিলাম। কিন্তু এ সরকারের প্রচেষ্টায় আমরা বিদ্যুৎ সুবিধা পেয়েছি।
পাটকেলঘাটার পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে আমরা গ্রামবাসী খুব খুশি। এখন বিশ্বাস হয় দেশ এগিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা সন্ধ্যা হলেই বিদ্যুতের আলোয় পড়তে বসছে।
খেশরার শাহজাতপুরের কয়েকজন গ্রামবাসী জানান, আমাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে। মনে আর কোন কষ্ট থাকলো না। শহর কিংবা গ্রামের মানুষ সকলেই আমরা বিদ্যুৎ সেবা পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
রাজনগর গ্রামের অসীম সরকার বলেন, বর্তমান সরকারের আমলে আমাদের এমপির আন্তরিকতায় গ্রামে বিদ্যুৎ পেয়েছি। ছেলেমেয়ারা বিদ্যুৎ ব্যবহার করে লেখাপড়া করছে। শুধু বিদ্যুৎ সেবা না এ সরকারের আমলে রাস্তা-ঘাটেরও উন্নয়ন হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তালা উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তালা উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার পতœী আতিকা রহমান মিলা, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মো. অপু সরোয়ার, সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ হাসান মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি বিশ^জিৎ সাধু, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা সৈয়দ জুনায়েদ আকবর প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানে ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও তালার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version