ল স্টুডেন্টস ফোরামের নবাগত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজের হলরুমে এ পরিচিতি সভা হয়। ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রভাষক ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা পরিষদের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শরিফ আজমীর হোসাইন রোকন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সিনিয়র নির্বাহী সদস্য মেহের আলী। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাহসিন কবির খান, সহ-সভাপতি সোহেলি আক্তার, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, অর্থ সম্পাদক রওনক বাসার, সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাত হোসেন, সহ-সাংগঠনিক নাসরিন সুলতানা রুমা, মহিলা বিষয়ক সম্পাদক তনুজা পিয়াসী, নির্বাহী সদস্য কামরুন নাহার কাকুলি, কৃষ্ণ চক্রবর্তী, নাজমা সুলতানা, পাপিয়া, সুজিত হালদার। নবাগতদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মহসীন কবির, ইলোরা আরবী, শান্তা, আঁখি, ইলিয়াস প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)