Site icon suprovatsatkhira.com

লক্ষ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন: সাতক্ষীরায় পুলিশের বিশেষ মহড়া

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) দিনব্যাপি এ বিশেষ মহড়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ বিশেষ মহড়ার নেতৃত্ব দেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবির সিও ল্যাফন্টেনেন্ট কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামন, এনএসআই উপপরিচালক মোজাম্মেল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সহাকারি পুলিশ সুপার মেরিনা আক্তার, র‌্যাবের এএসপি কাজেমুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version