দেবহাটা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক আবারো সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় দেবহাটা উপজেলা শ্রমিকলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (২৬নভেম্বর) সন্ধ্যায় সখিপুর মোড়স্থ শ্রমিকলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সহ-সভাপতি ইশরাত আলী, কবির হোসেন, মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সদস্য রহমান, ইসমাইল, শহীদ, শহিদুল, সখিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।