Site icon suprovatsatkhira.com

রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন থানাঘাটা ইয়ং টাইগার্স

আবু রাইয়ান: সাতক্ষীরা শহরের রসুলপুরে ১২ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে এনাকুনডা সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানাঘাটা ইয়ং টাইগার্স।
বুধবার (২১ নভেম্বর) দুপুরে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে ১১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে এনাকুনডা সুপার কিংস। এনাকুনডার হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন রাসেল। থানাঘাটার পক্ষে ৪ উইকেট তুলে নেন হোসেন। জবাবে ৩ ওভারেই ২ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় থানাঘাটা ইয়ং টাইগার্স। ফলে ৪২ বল হাতে রেখেই ৮ উইকেট জয় ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় থানাঘাটা। থানাঘাটার হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন ইব্রাহিম। ম্যান অব দ্য ম্যাচ হন হোসেন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার নির্বাচিত হন থানাঘাটার ইব্রাহিম ও সজল। সেরা ফিল্ডার রসুলপুরের সজীব। এছাড়া ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান এনাকুনডার আজিজুল।
পরে চ্যাম্পিয়ন ও রানর্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রসুলপুর যুব সমিতির প্রধান উপদেষ্টা এম জামান খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ সিরাজ উদ্দিন, রসুলপুর যুব সমিতি সহ-সভাপতি তৌফিক আলম খান, সৈয়দ আহম্মদ খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিটু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রসুলপুর ক্রীড়া সংস্থার সভাপতি লিয়াকত হোসেন, মহিলা সমিতির সভাপতি ফারহানা খান জয়া, সদস্য খান মোস্তাফিজুর রহমান, রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির মো. আকতারুল ইসলাম, তানজাল খান, আসাছুজ্জমান বাবু প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন নাহিদ খান শুভ্র ও সাইফুল্লাহ হোসেন প্রিন্স। স্কোরার রায়হান কবীর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version