নভেম্বর ৬, ২০১৮
যুগিখালীতে খেজুর গাছ প্রস্ততে গাছিদের ব্যস্ততা
ইলিয়াস হোসেন, যুগিখালী: খেজুর গাছ অনেকটা বিলুপ্তির পথে। তবুও কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের মাঠ-ঘাট, নদীর পাড়, রাস্তার ধারসহ প্রায় সকল জায়গায় কমবেশি খেজুর গাছ লক্ষ করা যায়। কোথাও সারি সারি আবার কোথাও এলোমেলো। প্রকৃতিতে শীতের আবহাওয়া আসতে শুরু করেছে, তাই ইতোমধ্যে খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ পরিচর্যা শুরু করেছেন যুগিখালী, পাঁচনল, কামারালী, তরুলিয়া, তালুন্দিয়া, বামনালীসহ বিভিন্ন এলাকার গাছিরা। 9,013,928 total views, 11,151 views today |
|
|
|