Site icon suprovatsatkhira.com

যশোর-৫ আসনে জাপা’র প্রার্থী হালিম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনে হালিমকে জাপা’র প্রার্থী ঘোষণা করেছে। শনিবার (১০ নভেম্বর) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী আসন্ন সংসদ নির্বাচনে জাপা উপজেলা সভাপতি এম.এ হালিমকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা’র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা ও প্রচেষ্টা চালিয়ে আসছেন। পাশাপাশি উপজেলা জাপা সভাপতি এম.এ হালিম ও নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করে গণসংযোগ চালাচ্ছেন। তাই দলীয়ভাবে তিনি যাতে মনোনয়ন পান সে জন্য তিনি জেলা সভাপতি হিসেবে অনুরোধ করবেন বলে সংবাদ সম্মেলনে জানান। তিনি স্থানীয় নেতা-কর্মীদেরও সম্মিলিতভাবে এম.এ হালিমকে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি মণিরামপুর থেকে নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন এবং এম.এ হালিমের হাতে লাঙ্গল প্রতীক তুলে দেন।
এ সময় জাপা মণিরামপুর উপজেলা কমিটির সহ-সম্পাদক বজলুর রহমান, জাতীয় যুব সংহতির উপজেলা কমিটির সভাপতি ই¯্রাফিল কবির মিন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টিটো, সাংগাঠনিক সম্পাদক হোসেন আলী, রোহিতা ইউনিয়ন জাপা’র সভাপতি হাবিবুর রহমান হবি, হরিহরনগর ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেনসহ উপজেলা জাপা, যুবসংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version