নভেম্বর ১০, ২০১৮
যশোর-৪ আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রার্থী
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া, অভয়নগর ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত যশোর-৪ আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগের ১০ প্রার্থী। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর হতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোর-৪ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এমপি রণজিৎ রায়, আলহাজ সোলায়মান হোসেন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সাবেক সহ সম্পাদক এস এম আলমগীর হাসান রাজীব, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল, কৃষকলীগ নেতা আমজাদ হোসেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ ফরিদ জাহাঙ্গীর, সরদার ওলিয়ার রহমান, সাবেক মেয়র এনামুল হক বাবুল ও সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব। 8,424,574 total views, 8,347 views today |
|
|
|