Site icon suprovatsatkhira.com

যশোরে সোহাগ খুনে অভিযুক্ত আমিন মানিকগঞ্জে থেকে গ্রেফতার

যশোর অফিস: যশোর গোয়েন্দা পুলিশ আল-আমিন (২০) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতারে দাবি করেছে। আল-আমিন যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার গভীররাতে মানিকগঞ্জ জেলা সদরের উচুটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়, আল-আমিন যশোর শহরের পুরতন কসবা কাজীপাড়ার মৃত বাকের আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সোহাগ হত্যা মামলার এজাহারে সাত নম্বরে নাম রয়েছে আল-আমিনের। সোহাগ খুনের পরে আল-আমিন দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, সে মানিকগঞ্জে অবস্থান করছে। গতরাতে ডিবির এসআই মফিজুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আল-আমিনকে আটক করেন।’
গত ২ সেপ্টেম্বর যশোরে শহরের কাজীপাড়ায় নির্মমভাবে খুন করা হয় সোহাগকে। তিনি যুবলীগ কর্মী ও ঠিকাদার ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। তবে তার বিরুদ্ধেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version