Site icon suprovatsatkhira.com

মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সাতক্ষীরায় আর্থ-সামাজিক উন্নয়নে সাত দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কাটিয়াস্থ সুমনা ফাউন্ডেশনের হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যক্ষ আক্তারুল আলম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুমনা ফাউন্ডেশনের বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সুমনা ফাউন্ডেশনের পরিচালক এএসএম মাকছুদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান। প্রশিক্ষক ছিলেন আবু সাঈদ, রাবেয়া সুলতানা, নূরুন্নবী খান।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, বেকারত্ব দূর করতে সমন্বিত মৎস্য চাষ আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি একই সাথে আমরা দক্ষিণ অঞ্চলে মৎস্য চাষ, শাক-সবজি চাষ ও হাঁস মুরগি পালন করতে পারি তবে তুলনামূলকভাবে ব্যয় হ্রাস পাবে। উৎপাদন বৃদ্ধি পাবে। এ প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর হবে।
এছাড়া সুফলভোগীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হতে পারবেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান।
সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version