Site icon suprovatsatkhira.com

মেলায় ৩ দিনে ৭৩ লাখ টাকা আয়কর আদায়

গাজী আসাদ: সাতক্ষীরায় চলমান চার দিনব্যাপী মেলায় ৭৩ লাখ ৫৯ হাজার ৩৫৫ টাকা আয়কর আদায় হয়েছে। মেলায় সেবাগ্রহণ করেছেন ৩ হাজার ৯৮০ জন। রিটার্ন দাখিল করেছেন এক হাজার ৮৪৪ জন। এছাড়া নতুন ই-টিআইএন নিয়েছেন ৮৪ জন।
সূত্র জানায়, সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে চলমান চার দিনব্যাপী আয়কর মেলায় তৃতীয় দিন পর্যন্ত (১৬ নভেম্বর) ৭৩ লাখ ৫৯ হাজার ৩৫৫ টাকা কর আদায় হয়েছে।
এর মধ্যে মেলার প্রথম দিন (১৪ নভেম্বর) ১৭ লাখ ২১ হাজার ৯০৮ টাকা কর আদায় হয়েছে। প্রথম দিনেই সেবাগ্রহণ করেন ৯৩৭ জন। রিটার্ন দাখিল করেন ৩৭৮ জন। নতুন ই-টিআইএন নেন ২২ জন।
মেলার দ্বিতীয় দিন (১৫ নভেম্বর) ২৪ লাখ ৮৭ হাজার ৬১২ টাকা কর আদায় হয়। সেবাগ্রহণ করে এক হাজার ২৫৬ জন। রিটার্ন দাখিল করে ৫৩২ জন। নতুন ই-টিআইএন নেন ৩২ জন।
এছাড়া মেলার তৃতীয় দিন (১৬ নভেম্বর) ৩১ লাখ ৪৯ হাজার ৮৩৫ টাকা কর আদায় হয়েছে। সেবাগ্রহণ করেছেন এক হাজার ৭৮৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৯৩৮ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০ জন।
সাতক্ষীরা সার্কেল-১৩ এর সহকারি কর কমিশনার উজ্জল কুমার সরদার জানান, এবারের আয়কর মেলাতে বিভিন্ন বুথে ই-টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আইডি ও পাসওয়ার্ড দেওয়া এবং কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version