আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে দ্বিতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও মীর মোস্তাক আহমেদ রবিকে অভিনন্দন জানিয়েছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম ও মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি