ডেস্ক রিপোর্ট: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) মনোনয়ন প্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে বিকালে শহরের নিউ মার্কেট মোড় (শহীদ আলাউদ্দিন চত্বর) থেকে পথচারী, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগের নেতৃত্বে মিষ্টি বিতরণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সহ-সভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিঠুন ব্যাণার্জী, রাজীব, ফয়জুল কবির, বজলুর রহমান, রেজাউল করিম, মোহাম্মদ আলী প্রমুখ।