ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এলনা প্রকল্পের আওতায় মানব সম্পদ নীতিমালা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে, দুর্যোগে দ্রুত সাড়া প্রদানে মানব সম্পদ নীতিমালা রিভিউ/আপডেট করণ বিষয়ক দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।
এমপাওয়ারিং লোকাল অ্যান্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় আশ্রয় ফাউন্ডেশনের সহযোগিতায় ও দাতা সংস্থা অক্সফাম এর অর্থায়নে কোস্টাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ফর উইমেন (সিডো) এই কর্মশালার আয়োজন করে।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। বিশেষ অতিথি ছিলেন এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির। কর্মশালায় অংশগ্রহণ করেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিকী, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ, সুশীলন এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, বড়কুপট গণচেতনা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা প্রমুখ।