আবু রাইয়ান: শহরের কামালনগরের এক মাদক ব্যাবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের সঙ্গীতা মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামালনগরের মৃত নৈমদ্দিন সরদারের ছেলে মো. শহিদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় তিনি মাদকের আড্ডাখানা ও মাদকসেবীদের ধরতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহবান জানান।