মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনাতনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার (ভূমি) সায়মা হাসান, সহকারী পুলিশ সুপার (খ-সার্কেল) রাকিব হোসেন, ওসি সহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুজার সিদ্দিকী, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, ইউপি চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, আব্দুর রাজ্জাক, মশিউর রহমান, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ১৫ ডিসেম্বর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ রচনা, চিত্রাংকন, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন। ১৬ ডিসেম্বর সকাল ৮টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, উপজেলা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট, ফুটবল ও হা-ডুডু খেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৭ ডিসেম্বর আয়োজন করা হবে গ্রাম বাংলার যাত্রাপালা, জারিগান ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মণিরামপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/