মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বিষাক্ত মাদক সেবনে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও মাদক বিক্রেতারা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
সূত্র জানায়, মাদক সেবন করে গত ৮ নভেম্বর কালী পূজার রাতে মারা যান উপজেলার খড়িঞ্চী গ্রামের কল্পতরু সরকারের ছেলে পলাশ সরকার (৩৫) এবং একই উপজেলার নলঘোনা গ্রামের জীবন মন্ডলের ছেলে পবিত্র মন্ডল (২৮)। একইভাবে ১১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খেদাপাড়া গ্রামের মুজিবর। তারা সকলেই কালিপূজার রাতে উপজেলার গালদা গ্রামের মাদক বিক্রেতা গৌর বিশ^াসের কাছ থেকে দেশি মদ কিনে সেবন করে অসুস্থ হয়ে মারা যান।
সূত্র আরও জানায়, বছরের দুর্গাপূজার দশমীর রাতে ঢাকুরিয়া বাজারের মহসীন আলী নামে এক হোমিও চিকিৎসকের দোকান থেকে অ্যালকোহল কিনে ৬ যুবক মিলে তা পান করে। ওই অ্যালকোহাল সেবন করে সবাই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে উপজেলার ঢাকুরিয়া এলাকার মেহেদী হাসান (২৩) নামে এক কলেজ ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যরা চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন বলে তাদের পরিবার ও স্বজনরা জানান।
এ ব্যাপারে হোমিও চিকিৎসক মহসীন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি এসব বিক্রি করেন না।
এদিকে বিষাক্ত মদপানে গত এক মাসের ব্যবধানে মণিরামপুরে ৪ ব্যক্তি মারা গেলেও মাদক বিক্রেতারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।
জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মণিরামপুরে বিষাক্ত মাদক সেবনে ৪ জনের মৃত্যুর অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/