Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, আটক ১৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নাশকতার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. মুছা, উপজেলা জামায়াতের আমীর লিয়াকত আলী, কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৭০ থকে ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে এবং বিভিন্ন মামলায় আরও ১০ জনকে পুলিশ আটক করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চালকিডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে একদল কর্মী জড়ো হয়ে সেখানে সরকার বিরোধী গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহ জলিলের নেতৃত্বে এসআই নবুওয়াত ও এএসআই মোশারফসহ সঙ্গীয় পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অভিযান চালান। এ সময় পুলিশ চার জনকে আটক করে। এরা হলেন চালকিডাঙ্গা গ্রামের শাহাজাহান কবির টিটোর ছেলে মাহমুদুজ্জামান ফরহাদ, রুহুল আমীনের ছেলে সবুজ, দেলুয়াবাড়ির মৃত আমীন গাজীর ছেলে মনিরুজ্জামান মনির ও দেবিদাশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওমর ফারুক রনি।
একই মামলায় মঙ্গলবার দুপুরে আটক করা হয় লাউড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে হাফিজুর রহমানকে। পুলিশের দাবি, এদের মধ্যে ফরাদ ৬টি নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি। অন্যদের নামে একাধিক নাশকতা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেছেন।
আদালতে প্রেরিত পুলিশের এজাহার সূত্রে জানা যায়, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুছা, সিনিয়র সহ-সভাপতি আকতার খান, কৃষক দলের সভাপতি, খানপুর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর লিয়াকত আলী, যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নাজমুল হক লিটনসহ বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানার এসআই শাহ জলিলুর রহমান মামলাটি করেছেন। মামলায় অপ্সাতা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। থানার ডিউটি অফিসার এএসআই শফিকুল ইসলাম জানান, এ মামলায় সোমবার রাতে আটক চার জনসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানার আরও ২০ জনকে মঙ্গলবার দুপুরে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া রোববার রাতে থানার এসআই ফিরোজসহ অন্য পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে বাহিরঘরিয়া গ্রামের জব্বার মহলদারের ছেলে বিএনপি কর্মী মহাতাব, চাকলা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে আমিনুল হক পিয়াস, গোয়ালবাড়ি গ্রামের হোসেন খানের ছেলে জামায়াত কর্মী আদম খান ও হাকিমপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আশিকুরকে নাশকতার অভিযোগে আটক করেন।
বিভিন্ন মামলায় আটক করা হয় উপজেলার মাহাতাব নগর গ্রামের মনিরুল ইসলাম, কামালপুরের শাহিন, পট্টির কোহিনুর ও ইজাহার আলী, চাকলার মিলন, চালকীডাঙ্গার কাদেরকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version