মণিরামপুর (যশোর) প্রতিনিধি: প্রায় তিন মাস পর কবর খুঁড়ে মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের এরফান আলীর ছেলে মামুন হোসেন (২০) নামে এক যুবকের দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। রোববার (১১ নভেম্বর) দুপুরে যশোরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলমের উপস্থিতিতে উপজেলার খালিয়া গ্রামে পারিবারিক কবর স্থান থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ সময় যশোরের পুলিশ পরিদর্শক (সিআইডি) হারুন-অর রশিদ, যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইএমও ডা. শফিউল্লাহ সবুজ উপস্থিত ছিলেন। এ কাজে সহযোগিতা করেন ডোম গোবিন্দ দাস।
সূত্র জানায়, গত ১৮ আগস্ট সড়ক দূর্ঘটনায় মামুন নিহত হয়। সে সময় ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। সম্প্রতি নিহতের পিতা তার ছেলেকে হত্যা করা হয়েছে মর্মে মামলা করেন। ৭ নভেম্বর বিজ্ঞ আদালতের নির্বাহী আদেশে লাশ উত্তোলন করার আদেশ জারি করা হয়। সে মতে গত ১১ নভেম্বর মামুনের দেহাবশেষ উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মণিরামপুরে তিন মাস পর যুবকের লাশ উত্তোলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/