Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের নিখোঁজ প্রতিবন্ধী বিল্লালের সন্ধান মেলেনি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দীর্ঘ দু’বছরেও মণিরামপুরের নিখোঁজ প্রতিবন্ধি বিল্লাল হোসেনের (২৫) সন্ধান তার স্বজনরা পায়নি। গরীব অহায় মা রোকেয়া খাতুন অশ্রুসিক্ত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, আমার ছেলেটা প্রায় দু’বছর যাবত বাড়িতে নেই। কবে বাড়িতে আসবে সেই অপেক্ষায় পথ চেয়ে আছি।
খোঁজ নিয়ে জানা যায়, বিল্লালের ছয় শতাংক জমির উপর নির্মিত টিন সেডের যবু-থবু একটি বাসগৃহ রয়েছে। বাড়িতে কেবল তার মা ছাড়া আর কেউ নেই।
উপজেলার করেরাইল গ্রামের মৃত মহর আলী সরদারের ছেলে বিল্লাল হোসেন। বছর দুই আগে ঝিনাইদহের মধুপুর বাজারে একটি দোকানে সে শ্রমিক হিসেবে কাজ করতো। এরপর সে প্রায় দুই বছর যাবত সেখান থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। তার মা রোকেয়া খাতুন ঝিনাইদহ থানায় চলতি বছরের ২৮ মে একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ বিল্লালের মা রোকেয়া খাতুন সকলের সহযোগিতা কামনা করে ছেলেকে পাওয়ার আশায় ০১৯৬৬-৯৮১৮৩৪ ও ০১৯৩৭-৫১৫৬৬৯ এই নম্বরে বিশেষভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version