ডেস্ক রিপোর্ট: ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাতক্ষীরায় আসছেন আজ। সফরসূচি অনুযায়ী তিনি দুপুর ১২টায় পবিত্র শক্তিপীঠ শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরোশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন। এছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে দেবহাটার গাজীরহাটের স্বামী প্রণবানন্দ মঠ (ভারত সেবাশ্রম) পরিদর্শন করবেন বলে জানা গেছে।
8,702,918 total views, 5,250 views today