Site icon suprovatsatkhira.com

ভগ্নিপতি শ্যালকের পাল্টাপাল্টি অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় এবার ভগ্নিপতির বিরুদ্ধে প্রতারণা ও মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করেছেন শ্যালক ও তার পরিবার। এর আগে শ্যালকের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ করেন ভগ্নিপতি। পারিবারিক বিভিন্ন সমস্যা ও আর্থিক লেনদেন সংক্রান্ত নানা বিষয়কে কেন্দ্র করে শ্যালক ও ভগ্নিপতি একে অপারের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছেন।
গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটীর মৃত মীর আকবার আলীর ছেলে মীর শাহীন হোসেন জানান, আব্দুল মজিদ গাজী আমার ভগ্নিপতি। তিনি পরিবার নিয়ে আমাদের জমিতেই বসবাস করছেন। তিনি ইসলামী ব্যাংকের আমার সিসি লোন থেকে তাকে আড়াই লাখ টাকা লোন উত্তোলন করে দিই। পরে ঋণের টাকা পরিশোধে তালবাহানা করতে থাকে। তাদেরকে চাপ দিলে আমার ভগ্নিপতি সেই সময়ের একটি সাদা স্ট্যাম্প ব্যবহার করে আমার বিরুদ্ধে আদালতে হয়রানীমূলক মামলা করেছেন।
শাহীনের স্ত্রী তফুরা বেগম জানান, মজিদ একজন আলোচিত মামলাবাজ। এলাকাবাসী তার মামলার কারণে অতিষ্ঠ। তিনি আমার পরিবারকে জড়িয়ে ৪টি মামলা করেছেন। শাহীনের মা জরিনা বেগম জানান, জামাই আমার ছেলের কাছে কোন টাকা পাবে না। হয়রানী করতেই আমাদেরকে জড়িয়ে মামলা করেছে। এই বৃদ্ধ বয়সে আমাকে আদালতে যেতে হয়, এটা অনেক কষ্টের। এমনকি সে আমাদেরকে মামলা দিয়ে ভিটে ছাড়া করবে বলে হুমকিও দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে এ ধরণের হয়রানী থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শাহীনের পরিবার। এর আগে শাহীনের বিরুদ্ধে আদালতে সিআর ৭৪১/১৮ মামলা করেন ভগ্নিপতি মজিদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version